মেটার হাই-এন্ডের মিক্সড-রিয়েলিটি হেডসেট প্রকল্প বাতিল
সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা তাদের হাই-এন্ডের মিক্সড-রিয়েলিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে। অ্যাপলের ভিশন প্রো’র সাথে টেক্কা দিতে এই হেডসেট আনার ঘোষণা দিয়েছিলো মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান। খবর দ্য ইনফরমেশন।
খবরে বলা হয়, মেটা ইতোমধ্যেই তাঁদের রিয়েলিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড-রিয়েলিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি আভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিলো এবং ২০২৭ সালে এটি বাজারে আসার কথা ছিলো।
এ বিষয়ে এখনও মেটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







